সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করায় জেলা যুবলীগের এক জরুরি সভায় তাকে এ অব্যাহতি দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলী আসলামের স্ত্রীর বান্ধবী ধর্ষিত ওই তরুণী মাঝেমধ্যেই তাদের বাড়িতে যাতায়াত করত।
গত ৩০ এপ্রিল স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই তরুণীকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয় এবং একই প্রলোভনে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। একপর্যায়ে তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করে। গত ১৭ নভেম্বর আসলামের বাড়িতে অনশন করেন এবং বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে ওই তরুণী। পরে তাকে কাজি অফিসে নেয়ার কথা বলে স্ট্যাম্পে জোরপূর্বক ওই তরুণীর স্বাক্ষর নেয়া হয়। এ ঘটনায় ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এবং তাকে হাসপাতালে চিকিৎসার পর সে সুস্থ হয়। এ ব্যাপারে ওই তরুণী নিজেই বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তাকে এই অব্যাহতি দেয়া হয়েছে বলে জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল সাংবাদিকদের জানান।